নেত্রকোনাঃ জেলার পূর্বধলা উপজেলায় স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক ১দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩১ শে মার্চ) দুপুরে উপজেলা বিআরডিবি কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদফতর এই কর্মশালার আয়োজন করে।


পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব তাজবীর মোস্তফা, যুব উন্নয়ন অধিদফতর নেত্রকোনার উপ-পরিচালক হারুন উর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক প্রমুখ।


স্ট্রিট চিলড্রেনস ইন মাদার্স হ্যান্ড ইয়ুথ অর্গানাইজেশন এর সভাপতি জুলেখা আকন্দ ঝুমা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণার্থী নারীদের মাঝে ১৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।



নয়ন বর্মন

নেত্রকোনা প্রতিনিধি