ঢাকাঃভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পদত্যাগ করেছেন। ২০১৮ সালের নির্বাচনে বিজেপির হয়ে জিতে ২৫ বছরের বাম রাজত্ব হটিয়ে মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস আজ শনিবার এ তথ্য জানায়।

বিপ্লব দেবের পদত্যাগের ফলে নতুন নেতা নির্বাচনে শনিবার বিকেল ৫টায় বৈঠকে বসবেন রাজ্য সরকারের বিজেপি দলীয় আইনপ্রণেতারা।

বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী শনিবার হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমরা এ খবর শুনেছি। এ নিয়ে বেশি কিছু জানি না। বিজেপি সভাপতির সঙ্গে কথা বলে বিস্তারিত বলতে পারব।’

এদিকে, আগামী বছর রাজ্যটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।


প্রতিবেদক,বাংলাদেশ দর্পণ