নেত্রকোণাঃ 'দৈনিক ভোরের কাগজ' পত্রিকারসম্পাদক শ্যামল দত্ত ও প্রকাশক সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


জেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে শুক্রবার(২০মে) সকাল ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


সাংবাদিক হানিফউল্লাহ আকাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল,সাবেক কোষাধ্যক্ষ কামাল হোসাইন, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান মহসিন,টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।


বক্তারা অবিলম্বে 'ভোরের কাগজে'র সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। 


উল্লেখ্য,কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কান্ডারি’ শিরোনামে ভোরের কাগজে সংবাদ প্রকাশিত হওয়ায় পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচ জনের বিরুদ্ধে হয়রানিমূলক মানহানির মামলা দায়ের করা হয়।



নয়ন বর্মন

নেত্রকোণা প্রতিনিধি