নেত্রকোনাঃ জেলার বন্যা কবলিত কেন্দুয়া উপজেলায় ২শত দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে স্কটিশ গ্রুপ অব ঢাকা। শনিবার (২৫জুন) সকালে উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী,কৈলাটি, ভগবতীপুর,বয়রাকান্দা গ্রামে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল,চিড়া-মুড়ি-চিনি- সাবান-খাবার স্যালাইন ও বিস্কুট। ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন স্কটিশ গ্রুপ অব ঢাকার সিএফও মনিরুজ্জামান মনির।
প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ