নেত্রকোনাঃ উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প ভূক্ত, পাট চাষী প্রশিক্ষণ -২০২২ অনুষ্ঠিত হয়েছে। জেলা পাট উন্নয়ন অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
সোমবার(২৭জুন) সকালে সদর উপজেলা কনফারেন্স হলে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নেত্রকোনা পাট উন্নয়ন কর্মকর্তা
আতাউর রহমান নোমানি'র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার,অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন,জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. সালমা লাইজু,মুখ্য পাট পরিদর্শক (ময়মনসিংহ) এটিএম আলমগীর,সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন,উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা (নেত্রকোনা) সুজিত গোস্বামী, উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা( পূর্বধলা )শামসুল ইসলাম,জেলা পাট চাষী সমিতির জেলা সভাপতি আব্দুস শহীদ প্রমুখ।
কর্মশালায় সদর উপজেলার ১৫০ জন পাটচাষী প্রশিক্ষণ গ্রহণ করেন।
নয়ন বর্মন
নেত্রকোনা প্রতিনিধি