ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে বাস চাপায় মৃত্যুবরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের মেধাবী ছাত্রী শাজমিলা জিসমাম মুন (২২)।
উল্লেখ্য মুন চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার মোহাম্মদ জসিম উদ্দিন এর কন্যা।
এছাড়াও গুরুতর আহত হয়েছেন মুনের মা শিরিন চৌধুরী।
ড.শিরিন আরা চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর । কলকাতায় বিড়লা তারামণ্ডলের কাছে মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হন তারা।
মায়ের শারীরিক চেক আপের জন্য মা-মেয়ে, মুনের বড় ভাই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট সাফওয়ান জাসির চৌধুরী সহ ১০ জুলাই কলকাতা গিয়েছিলেন ।
নিহত মুনের বাবা ছিলেন এবি ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী।
তিনি জানান, ঈদুল আজহার দিন দুপুরে কলকাতার সড়কে জেব্রা ক্রসিং হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস মা-মেয়েকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় দু’জনকে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রায় দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত মঙ্গলবার (১২ জুলাই) মুন মারা যায়। মুনের মা ড. শিরিন চৌধুরী ডলির জ্ঞান ফিরলেও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
এদিকে মুনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সাগর কান্তি দে,(ফটিকছড়ি) চট্টগ্রাম প্রতিনিধি