শ্রী তাপস সরকারকে সভাপতি ও শ্রী শুভ মন্ডলকে সাধারণ সম্পাদক করে সনাতন বিদ্যার্থী সংসদ যশোর সরকারি সিটি কলেজ শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। 


১৬ই নভেম্বর ২০২২ বুধবার সনাতন বিদ্যার্থী সংসদ কেন্দ্রীয় সভাপতি শ্রীকুশলবরণ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক শ্রীসুমন কুমার দাসের অনুমোদনে ৭৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সংসদ ২০২২-২৪ প্রকাশ করা হয়েছে। 


কার্যনির্বাহী কমিটির পাশাপাশি উক্ত কলেজের শিক্ষক ও সাবেক বিদ্যার্থীদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

 

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি রিমন বালা, সম্পা অধিকারী, আশীষ বিশ্বাস, মনিষা রাণী, সুদীপ্ত বসু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত বালা, অমিত কুমার, বিজয় বিশ্বাস, প্রণয় ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক আপন অধিকারী, সহ সাংগঠনিক নিপা সরকার, রনজিৎ পাল, রাজিব কুন্ডু, কোষাধক্ষ্য ইমন সরকার, সহ কোষাধক্ষ্য সুকান্ত রায়, দপ্তর সম্পাদক মানবাশীষ চক্রবর্তী, উপ দপ্তর সম্পাদক বাপ্পী বিশ্বাস, প্রচার সম্পাদক শ্যামলী দাস, উপ প্রচার সম্পাদক তুফান বিশ্বাস, ছাত্রী বিষয়ক সম্পাদক স্বর্ণা ঘোষ, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক রুম্পা রায়, ধর্মচক্র বিষয়ক সম্পাদক প্রভাত রায়, উপ ধর্মচক্র বিষয়ক সম্পাদক ইন্দ্রজিত বিশ্বাস, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক অন্তর বিশ্বাস, উপ তথ্যপ্রযুক্তি সম্পাদক পূজা বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক অমিত কুমার শুভ্র, উপ আইন বিষয়ক সম্পাদক সুশান্ত রায়, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক সম্পাদক তিথী বিশ্বাস, উপ সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক সম্পাদক পপি মিত্র, ধর্ম বিষয়ক সম্পাদক রুদ্র ব্যানার্জী, উপ ধর্ম বিষয়ক সম্পাদক পুলক ভট্টাচার্য্য, আপ্যায়ন বিষয়ক সম্পাদক অনন্ত পাল, রক্তদান বিষয়ক সম্পাদক প্রীতম সাহা, টিউশন বিষয়ক সম্পাদক চন্দন বিশ্বাস, তীর্থযাত্রা বিষয়ক সম্পাদক আকাশ রায়, বৈদিক কর্মশালা বিষয়ক সম্পাদক অর্পিতা সরকার, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নয়ন সমাদ্দার, প্রকাশনা সম্পাদক সুজিত দাস অয়ন, কার্যনির্বাহী সদস্য তন্ময় দাস, বৈশাখী মন্ডল, বৃষ্টি বিশ্বাস, জয় বিশ্বাস, টিংকু বিশ্বাস, স্নেহাশীষ মন্ডল, তপু বিশ্বাস, অনামিকা বিশ্বাস, স্বপ্না বিশ্বাস, চয়ন বিশ্বাস, মিষ্টি কাঞ্জিলাল, রুদ্র মল্লিক, সাগর বিশ্বাস, শুভ দেব বিশ্বাস, শোভন রায়, বিপ্লব পাল, সুদীপ বিশ্বাস, শুভ পাল, সুকান্ত রায়, স্বপ্না বিশ্বাস, অনির্বান হালদার, অন্তর বিশ্বাস, জয়ন্ত বিশ্বাস, চিরঞ্জিত ঘোষ, কংকর বিশ্বাস, হিমু বিশ্বাস, রুদ্র মল্লিক, জয়ন্ত রাহুত রায়, বাপন সিনহা, প্রকাশ কুমার, তন্ময় দাস, প্রাণ মন্ডল, শুভ সেন, সুজন ঘোষ, সোমা সরকার ও চিন্ময় সিনহা।

নবগঠিত কমিটির সভাপতি তাপস সরকার ও সাধারণ সম্পাদক শুভ মন্ডল বলেন সকলের আশীর্বাদ, পরামর্শ ও সহযোগীতা পেলে সংগঠনকে দ্রুত এগিয়ে নিতে পারবে।

এসো ঋত-ঋদ্ধির পথে স্লোগান নিয়ে এগিয়ে যাওয়া সংগঠনের নবগঠিত কমিটির সকল সদস্যকে বৈদিক শুভেচ্ছা ও  অভিনন্দন জানিয়েছে বিভিন্ন শাখা।


বিশ্বজিৎ মজুমদার | যশোর প্রতিনিধি