রাউজান রামকৃষ্ণ আশ্রম পরিচালনা পরিষদের তত্ত্বাবধানে ও সারদা সংঘ, রাউজান এর আয়োজনে ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার সারদা মায়ের ১৭০ তম জন্মতিথি উপলক্ষে মায়ের ভোগ ও হোম যজ্ঞের শুভসমাপন সম্পন্ন হয়েছে
উক্ত অনুষ্ঠান উপলক্ষে সকাল ৯ টায় মায়ের পূজা, ভোগ ও হোম। ১১টায় সমবেত প্রার্থনা, ভজন সংগীত। ১২ টায় কথামৃত পাঠ ও মায়ের কথা পাঠ এবং দুপুর ১.৩০ মিনিটে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সারদা সংঘের সভাপতি শিল্পী গুহ, সহ সভাপতি চুমকি চৌধুরী, বন্দনা দত্ত, সম্পাদক পান্না দে, সাংগঠনিক সম্পাদক মুক্তা দত্ত, কোষাধ্যক্ষ প্রিয়াংকা চৌধুরী, সদস্য সুমি রুদ্র, বাপ্পী কর্মকার, রত্না মল্লিক, সুনিতা শীল, প্রিয়া দাশ, উর্মি চৌধুরী মুক্তা, মিনা কর্মকার, উজালা দাশ, নিভা পালিত, পান্না দত্ত, প্রিয়াংকা কর্মকার, সোমা বনিক, তমা দাশ, শেলী মুহুরী, শর্মী কর্মকার, গীতা রুদ্র, অপর্না দত্ত, সুবর্না দে সহ আরো অনেকে। আরো উপস্থিত ছিলেন আশ্রম পরিচালনা পরিষদের সহ-সভাপতি ডাঃ অরুন শর্মা(শিবু,)সম্পাদক মানু কর্মকার মান্না, সহ-সম্পাদক রোবেল শীল, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ দে, সদস্য শ্যামল বণিক, সুজিত শীল, মানস সরকার। অসংখ্য ভক্ত, শুভানুধ্যায়ী, সারদা সংঘের সদস্য ও আজীবন সদস্য উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন।