কালীগঞ্জ উপজেলার অন্তর্গত ৩নং কোলা ইউনিয়নের, কোলাবাজার সার্বজনীন পূজা মন্দিরে সনাতনী উন্নয়ন সংঘ এর তত্ত্বাবধানে পরিচালিত সনাতনী উন্নয়ন গুরুকুল ও গীতা স্কুল শিক্ষা কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠিত । 


উক্ত সনাতনী উন্নয়ন গুরুকুল ও গীতা স্কুল শিক্ষা কার্যক্রমের উদ্বোধনি অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন। উদ্বোধকঃ শ্রীমতি তিথি রাণী ভদ্র (সভাপতি)  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কালীগঞ্জ,ঝিনাইদহ। শ্রী সুজন ঘোষ (ইউপি সদস্য) ৩ নং কোলা ইউপি।  শ্রী অশ্বিনী বিশ্বাস পল্লী চিকিৎসক ও( সাবেক সভাপতি ) কোলাবাজার সার্বজনীন পূজা মন্দির।


শ্রী বাদল চক্রবর্তী (সভাপতি) কোলাবাজার সার্বজনীন পূজা মন্দির। শ্রী প্রণাব বসু (সাঃসম্পাদক) কোলাবাজার সার্বজনীন পূজা মন্দির।  শ্রীমতি স্মিতা ভদ্র (সম্মানিত সদস্য) সনাতনী উন্নয়ন সংঘ কোলাবাজার ও (সভাপতি) সনাতন বিদ্যার্থী সংসদ সরকারি মহিলা কলেজ যশোর।

ডাঃ শ্রীমতি মৌসুমি ভদ্র (সিনিয়র সদস্য) সনাতনী উন্নয়ন সংঘ কোলাবাজার, শ্রী সনাতন বিশ্বাস (সিনিয়র সদস্য) সনাতনী উন্নয়ন সংঘ কোলাবাজার ও (সহ সাঃ সম্পাদক) কাদিরডাঙ্গা সার্বজনীন পূজা মন্দির। শ্রী বিশু দেবনাথ (সদস্য) কোলাবাজার সার্বজনীন পূজা মন্দির। 

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী পরীক্ষিত বিশ্বাস। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাজারের সনাতনী দোকানী, সমাজসেবক,সনাতনী বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সনাতনী উন্নয়ন সংঘ কোলাবাজারের সকল স্বেচ্ছাসেবক  সদস্যগণ। 


উক্ত গীতা শিক্ষা কার্যক্রমে স্থানীয়  সনাতনী দোকানী  ও শিক্ষার্থীগণ মনোভাব প্রকাশ করেন।  এই  গীতা শিক্ষা কার্যক্রম আমরা বহুদিন ধরেই শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক। তবে আমরা গীতা শিক্ষাকেন্দ্র, বিদ্যালয় না থাকাই সঠিকভাবে বৈদিক শিক্ষা,গীতা জ্ঞান,শিক্ষা  গ্রহণ  করতে পারছি না। বাংলাদেশের অনেক স্থানে এই গীতা শিক্ষার স্কুলের ব্যবস্থা করা হয়েছে বা স্কুল আছে কিন্তু আমাদের   এলাকায় এমন তৃণমূল পর্যায়ে কোন গীতা স্কুল না থাকায় আমরা এটা থেকে অনেকটা দূরে অবস্থান করছি। সেই জায়গা থেকে  সনাতনী উন্নয়ন সংঘ এবং সনাতনী উন্নয়ন গুরুকুল  এর এই মহৎ  উদ্যোগকে আমরা  সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই, তাদের জন্য শুভকামনা জানাই, অনেস দূর এগিয়ে যাক তারা আমরা যতদূর সম্ভব চেষ্টা করব তাদের পাশে থাকবার, সার্বিকভাবে সহযোগিতা করার।


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী প্রান্ত কুমার বিশ্বাস , (প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান) সনাতনী উন্নয়ন সংঘ,সনাতনী উন্নয়ন গুরুকুল।  পরিশেষে উক্ত অনুষ্ঠানে প্রায় ১০০ জন ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ ও ৫০ জন গীতা শিক্ষার্থীদের মাঝে গীতা বিতরণ করা হয়।


প্রান্ত কুমার বিশ্বাস | কালীগঞ্জ প্রতিনিধি