আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল বেশি শক্তিশালী, কাদের সামর্থ্য কত, কারা শিরোপার দাবিদার; এসব নিয়ে আলোচনা এখন তুঙ্গে। সেই স্রোতে শামিল ওয়েন মর্গ্যানও। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মতে, সব দিক বিবেচনায় এবারের আসরের ফেভারিট দল ভারত।
আইসিসি র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির এক নম্বর দল ভারত। শুধু এই সংস্করণেই নয়, ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে রোহিত শার্মা, ভিরাট কোহলিদের দল। অনেক দিন ধরেই সাদা বলের ক্রিকেটে সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি তারা। টি-টোয়েন্টির আসছে বৈশ্বিক আসরে তাদের নিয়ে বাজি ধরার লোকের অভাব নেই। ইংল্যান্ডের একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়কও মনে করছেন, বিশ্বকাপে যেকোনো দলকেই হারানোর সামর্থ্য আছে ভারতের। গত মাসে বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে ভারত। দল নির্বাচন নিয়ে এরপর থেকে উঠছে নানা প্রশ্ন। পরীক্ষিত পারফর্মার শুবমান গিল, রিঙ্কু সিংকে দলে না রাখায় হচ্ছে অনেক আলোচনা-সমালোচনা। মূলত এসব নিয়ে আলোচনার ফাঁকেই স্কাই স্পোর্টসে ভারতের শক্তির গভীরতার প্রশংসা করেন মর্গ্যান।
“টুর্নামেন্ট জুড়ে চোট ভোগালেও, নিঃসন্দেহে ভারত সবচেয়ে শক্তিশালী দল। বর্তমানে দলটির শক্তি ও গভীরতা অবিশ্বাস্য। তাদের ১৫ সদস্যের দলে জায়গা না পাওয়াদের নিয়ে আমরা কথা বলছি, কারণ তারা এতটাই সামর্থ্যবান।” “আমার চোখে তারা ফেবারিট। কাগজে-কলমে তাদের যে সামর্থ্য, মাঠে যদি তা দেখাতে পারে, আমার মনে হয়, তারা টুর্নামেন্টের যেকোনো দলকে ভালোভাবেই হারাতে পারবে।”
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরেই ট্রফি উঁচিয়ে ধরে ভারত। এরপর থেকে শিরোপা পুনরুদ্ধারের খোঁজে আছে তারা। সেই লক্ষ্যে আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দলটি।