বর্তমান বিশ্বে বৈশ্বিক এক মহামারির নাম করোনা ভাইরাস। আমাদের অনেকেরই ধারণা এটি একটি প্রাণঘাতী রোগ। তবে স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকলে এ রোগকে জয় করা সম্ভব।

বর্তমানে বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের সংক্রমণ দেখা গেছে। বিশ্বের বড় বড় শক্তিধর সব দেশগুলো করোনার হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন পর্যন্ত বিশ্বের ১ কোটি ৬৬ লাখ মানুষ এ ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছে। এরইমধ্যে মারা গেছে প্রায় ৬ লাখ ৫৬ হাজার। তবে মুদ্রার অন্য পিঠটাতেও রয়েছে আশার আলো। ইতোমধ্যেই এ ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ২ লাখ ১০ হাজার ৪৫২ জন।

তবে এ ভাইরাস সব চেয়ে বেশি হানা দিয়েছে যুক্তরাষ্ট্রে। সংক্রমণ আর মৃত্যুর দিক দিয়ে এর অবস্থান শীর্ষে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসের অস্তিত্ব নিয়ে মারা গেছেন দুই হাজার ৯৬৫ জন। মোট শনাক্ত হয়েছে দুই লাখ ২৬ হাজার ২২৫ জন। আর সুস্থ হয়েছে এক লাখ ২৫ হাজার ৬৮৩ জন।

বিদেশ ডেস্ক | বাংলাদেশদর্পণ.কম