জেনে নিন ১৪২৬ বঙ্গাব্দের চৈত্র মাসের গুরুত্বপূর্ণ দিনপঞ্জি:

একাদশী : ৬। ২১।
অমাবস্যা : ১০।
পূর্ণিমা : ২৫।

এই মাসে বিহিত দিন রয়েছে
গাত্র হরিদ্রা : নাই।
বিবাহ : নাই।
পঞ্চমৃত : ১২। ২০। ২২।
সাধভক্ষন : ১১। ১৫। ১৬। ২০। ২৩। ২৫।
অন্নপ্রাশন : ১২। ১৫। ২০। ২৩।
উপনয়ন : নাই।
দীক্ষা : ১৩। ১৮। ১৯। ২৩। ২৪। ২৫। ২৬। ৩০।
গৃহপ্রবেশ : নাই।
শান্তিস্বস্ত্যয়ন : ১। ৫। ৬। ৮। ১১। ১২। ১৬। ২০। ২২। ২৩। ২৫।

১৬ই চৈত্র ষষ্ঠী শ্রী শ্রী বাসন্তী পূজা
১৯শে চৈত্র নবমী শ্রী শ্রী বাসন্তী পূজা ও শ্রী শ্রী রাম নবমী।