আগামী ২৩ চৈত্র ১৪২৮ বাংলা  ৭ এপ্রিল ২০২২ ইংরেজি রোজ বৃহস্পতিবার মহাষষ্ঠীর আচার বিহিত কল্পপুজার মধ্য দিয়ে আরম্ভ হতে যাচ্ছে মহামায়া জগৎজননী  দশভুজা মা বাসন্তীর মহাপুজার শুভারম্ভ । 

ঢাকের কাঠির শব্দে আর ধুনুচির ধুপ ধুনার গন্ধে মাতোয়ারা হয়ে আবারো দিন পাচেঁক ভরে উঠবে এক আনন্দমুখর রঙবেরঙ উৎসবের আমেজে।

চট্টগ্রামের স্বনামধন্য ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডের ধুরুং গ্রামে শ্রী অনন্ত মাষ্টারের বাড়ি প্রাঙ্গনে বাসন্তী পুজা মন্ডপে ধুরুং বিবেকানন্দ সেবা সমিতি কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে শ্রীশ্রী বাসন্তী পুজার এক যুগ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান। 

প্রতি বারের মত এবার ও নানা  ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত আয়োজিত হবে মায়ের আরাধনা।

আগামী ৭ এপ্রিল বৃহস্পতিবার  মহা ষষ্ঠী, ৮ এপ্রিল শুক্রবার মহাসপ্তমী, ৯ এপ্রিল শনিবার মহাঅষ্টমী, ১০ এপ্রিল রবিবার মহানবমী এবং ১১ এপ্রিল সোমবার মহা দশমীর শুভলগ্নে রাগভোগ পুজা অর্চনা সহকারে বন্দনায় মত্ত হবে সকল সনাতনী গন।

এদিকে ১২ বছর বষপূর্তি উপলক্ষে এক মহাশোভাযাত্রার আয়োজন করা হয়েছে।  এছাড়া ও প্রতিদিন ধর্মীয় আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে।

প্রতিবারের মত দূর দূরান্ত থেকে আসা ভক্তবৃন্দের জন্য প্রসাদের সুব্যবস্থা করা হয়েছে।

এবার মায়ের দোলায় আগমন ও গজে গমন।

শ্রীশ্রী বাসন্তী পুজার এক যুগ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নানা সামাজিক ও সাংস্কৃতিক সংঘটন শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানিয়ে পুজার সাফল্য কামনা করে মায়ের কৃপা লাভে ব্রতী হয়েছে।


সাগর কান্তি দে, প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ