যশোর প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম ল্যাবে ৯৫ টি নমুনা পরীক্ষা করে ১২ টি নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে।

গত ১৭ই এপ্রিল থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম ল্যাবে করোনা সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। যবিপ্রবি'র এই ল্যাবে যশোর ছাড়াও পার্শ্ববর্তী জেলা সমুহের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

গত ২৪ এপ্রিল যবিপ্রবি'র ল্যাবে যশোরের ৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ৯টি, ঝিনাইদহের ২০টি নমুনার মধ্যে ২টি, নড়াইলের ২২টি নমুনার মধ্যে ১টিসহ মোট ১২টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। মাগুরার ১১টি ও চুয়াডাঙ্গার ১টি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

এনিয়ে যশোর জেলাতে মোট ১৬ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে।