ভারতের ওপেনার রোহিত শর্মা বলেছেন, শুধুমাত্র বাংলাদেশে খেলতে এলেই দর্শকদের সমর্থন পায় না ভারত। এছাড়া পৃথিবীর যেখানেই খেলতে যাই না কেন স্টেডিয়ামে ভারতের সমর্থন থাকেই। তবে বাংলাদেশে এলেই এর ব্যতিক্রম হয়।
করোনাকালে শুক্রবার (মে ১৫) রাতে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের সঙ্গে ফেসবুকে লাইভে এসে রোহিত এসব কথা বলেন।
রোহিত বলেন, ‘বাংলাদেশে আমরা যখন খেলতে যাই, মাঠে তখন অবিশ্বাস্য চিত্র দেখি। ভারতীয় দল মাঠে দর্শক সমর্থন পেতে অভ্যস্ত! শুধু মাত্র বাংলাদেশ একমাত্র জায়গা, যেখানে আমরা স্টেডিয়ামে কোনো সমর্থনই পাই না। হতে পারে, ১০০-২০০ দর্শক আমাদের সমর্থন করে থাকে। বিশ্বের অন্য যে কোনো জায়গায় কিন্তু মাঠে আমরা প্রচুর সমর্থন পাই। বাংলাদেশে এলেই একটুও সমর্থন পাই না।’
তামিম ইকবাল তখন বলেন, ‘দর্শকরা পুরোপুরি আমাদের পাশে থাকে, সমর্থন দেয়।’যদিও রোহিতের এটা নিয়ে কোনো অফসোস নেই।
রোহিত আরও বলেন, ‘যারা মাঠে আসেন, সবার প্রতি আমার টুপি খোলা অভিনন্দন। তারা অনেক উপভোগ করে। তারা তোমাদের জিততে দেখতে চায়। আর বাংলাদেশ দলও এখন পুরোপুরি বদলে গেছে, ১০-১৫ বছর আগে এমনটা ছিল না। তোমরা এখন যখন মাঠে নামো, তোমাদের মধ্যে লক্ষ্য ও তাড়না দেখা যায়। এটা ভিন্ন এক বাংলাদেশ দল। এটা শুধু আমি নই, সবাই বলে। তোমাদের পারফরম্যান্সেই সেটা দেখেছি গত বিশ্বকাপে ও গত ২-৩ বছরের পারফরম্যান্সে।’
এসময় রোহিত শর্মা ২০১৯ সালের বিশ্বকাপে ভারতে বিপক্ষে তামিমের ক্যাচ মিস নিয়েও কথা বলেন। তিনি জানান কেউ কখনো মাঠে ইচ্ছা করে ক্যাচ মিস করতে চায় না।
তিনি বলেন, ‘অনেকে এটা বুঝতে চায় না যে একটা ম্যাচ সবাই জিততে চায়। মাঠে নেমে কেউ ইচ্ছে করে ক্যাচ ফেলে না বা খারাপ খেলতে চায় না। সবাই চায় ভালো খেলতে। কিন্তু ভারত ও বাংলাদেশের সমর্থকরা সবসময়ই খুবই আবেগপ্রবণ। আমরাও যখন কোনো ভুল করি, শুধু মিডিয়াই নয়, লোকজনও আমাদের কঠোর সমালোচনা করে। বাংলাদেশেও একই হওয়ার কথা। বাংলাদেশে আমি খেলেছি এবং দেখেছি তারা কতটা আবেগপ্রবণ খেলা নিয়ে, বিশেষ করে মাঠে আসা দর্শকরা।’