কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।
গতকাল (৪ জুন) বিকালে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম খান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি সরকার, অ্যাডভোকেট ক্ষিতীশ দেবনাথ, সাবেক ট্রাষ্টি লিপন রায় লিপু প্রমুখ।
খাদ্য উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন হৃতম খাসনবীশ চয়ন এবং সঞ্চালনা করেন নিলয় পাল। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন সুমন বর্মন, সজীব সরকার, দীপ্ত চৌধুরী, সুমন আচার্য্যসহ ছাত্র-যুব ঐক্য পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার আরো অনেক নেতাকর্মীবৃন্দ।
অর্জুন কর্মকার, নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশদর্পণ.কম