মা’ছোট্ট একটি শব্দ। তবে প্রতিটি মানুষের কাছে মা শব্দটি অতি মধুর ও আবেগময়। সকল বিপদে ঢাল হয়ে সম্মুখে দাঁড়িয়ে সন্তানের জন্য লড়াই করে মা।
শুধু মানুষ নয়, পশুরাও সন্তানের জন্য জীবন পন লড়াই করে। এবার ভাইরাল হলো এমনই এক ভিডিও। ছোট্ট একটা কাঠবিড়ালি নিজের সন্তানকে রক্ষার জন্য সাপের সাথে লড়াই করলো।
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সহজেই এবং দ্রুত স্মার্ট ফোনে ছবি বা ভিডিও ধারন করে সারা বিশ্বের সাথে ভাগ করে নেন ইন্টারনেট ব্যবহারকারীরা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও দিয়েই রাতারাতি কেউ হয় নায়ক আবার কেউ খলনায়ক।
ভিডিওটিতে দেখা যায়, একটি হলুদ রঙের সাপের থেকে নিজের সন্তানকে রক্ষা করার জন্য জীবন বাজি রেখে লড়াই করতে নেমেছে মা কাঠবেড়ালি। এক দিকে কাঠবিড়ালি প্রতিমুহূর্তে সাপটিকে বোকা বানাচ্ছে তেমনই অন্যদিকে সেই স্থান থেকে সন্তানদের রক্ষা করছে। এই ভিডিওটি দেখে আশাকরি, সবার মায়ের জন্যই শ্রদ্ধা আরো বেড়ে যাবে।