নেত্রকোনা: জেলার আটপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার আমাটী গ্রামের পশ্চিমপাড়া ফিরোজ মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে জাল টাকাসহ সেকুল মিয়া (৩৮) নামে ১ জনকে আটক করেছে।
এ সময় তার কাছ থেকে ১৩টি জাল ১ হাজার টাকার নোট জব্দ করা হয়।
অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃতের সঙ্গে থাকা আরো ২জন পালিয়ে যায়।
এ ঘটনায় আটককৃত কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে সেকুল মিয়া (৩৮) ও পলাতক একই উপজেলার একই ইউনিয়নের সরিষাকুটা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আলম মিয়া (২৮) এবং তেলিগাতী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে নূরুল আমীন (৫০) কে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়।
আটপাড়া থানার এস.আই মো: হারুন অর রশিদ বলেন, সেকুলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নয়ন বর্মন, নেত্রকোনা প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম