নেত্রকোনা: জেলার মোহনগঞ্জ উপজেলায় ইয়াবাসহ মাদক সম্রাট হিসেবে পরিচিত রুমান পাঠান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে পৌরশহরের টেংগা পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রুমান টেংগা পাড়ার গিয়াস উদ্দিন পাঠানের ছেলে।
বিশেষ এই অভিযানের নেতৃত্ব দেন মোহনগঞ্জ থানার ওসি আবদুল আহাদ খান।
ওসি জানান, গ্রেফতার রুমান একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় আরও ছয়টি মামলা রয়েছে। অনেকদিন ধরেই তাকে ধরার চেষ্টা চলছিল।
তবে ঘনঘন জায়গা পরিবর্তন করায় ধরতে সমস্যা হচ্ছিল। মঙ্গলবার গোপন সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান,তার অন্য সহযোগীদের বিষয়ে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নামে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) রুমানকে আদালতে সোপর্দ করা হয়।
নয়ন বর্মন, নেত্রকোনা প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম