বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিআইএমবি বোর্ড সদস্য হলেন বাংলাদেশের ডা. সেঁজুতি সাহা। অণুজীববিজ্ঞানী ডা. সেঁজুতি সাহা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দ্য পোলিও ট্রানজিশন ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ডে (টিআইএমবি) নিয়োগ পেয়েছেন। 

এটি মূলত বিশ্বব্যাপী পোলিওর বিস্তার নিয়ে কাজ করে। ডা. সেঁজুতি সাহা বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মহাপরিচালক পর্যায়ে পোলিও সংক্রমণ প্রক্রিয়াটির অগ্রগতির বিষয়ে পরামর্শ দেবেন।

উল্লেখ্য, ডা. সেঁজুতি সাহার বাবা বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ও ঢাকা শিশু হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক সমীর সাহা।

গত মে মাসে বাবার সঙ্গে যৌথভাবে বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের জিন–নকশা উন্মোচন করেন সেঁজুতি সাহা।

নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশদর্পণ.কম