কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলার নিকলী হাওরে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিহত হয়েছে স্কুল ছাত্র। নিহত এই স্কুল ছাত্রের নাম মেহেদী হাসান (১৬)। নিহত মেহেদী হাসানের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। সে শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

শনিবার (১১ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলা সদরে বেড়িবাঁধ এলাকায় হাওরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার প্রায় এক ঘন্টা পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্থানীয় ডুবুরিরা তার মরদেহ হাওর থেকে উদ্ধার করেন।

স্থানীয়রা জানায়, শনিবার (১১ জুলাই) বিকেলে মেহেদী তার ১০ বন্ধুকে নিয়ে নিকলীর হাওরে বেড়াতে আসে। তারা কেউ সাঁতার জানত না। বেড়িবাঁধ এলাকায় তারা টিউব ভাড়া নিয়ে হাওরের পানিতে গোসল করতে নামে।

এ সময় মেহেদী, আল-আমিন ও রাব্বী একটি টিউব ধরে সাঁতার কাটছিল। এক পর্যায়ে মেহেদী টিউব থেকে ছিটকে গিয়ে নিখোঁজ হয়।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ বেড়িবাঁধ এলাকার প্রায় ৩০-৪০ ফুট দূরে মেহেদীর মরদেহ উদ্ধার করে। এরপর তাকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অর্জুন কর্মকার, কিশোরগঞ্জ প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম