নেত্রকোণা: জেলার খালিয়াজুরী উপজেলায় ৪০লিটার চোলাই মদসহ ৩জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কৃষ্টপুর এলাকার রিপন সরকারের দোকানের সামনে দেশীয় চোলাই মদ বিক্রয় করার সময় ৩ জনকে আটক করেছে খালিয়াজুরী থানা পুলিশ।

আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার দাউদপুর গ্রামের উসফার আলীর ছেলে সালমান মিয়া (২৩), মোঃ দুদু মিয়ার ছেলে জাকির হোসেন (২৯) ও মতি মিয়ার ছেলে জাহাদ নুর (২০) ।  জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে খালিয়াজুরী থানার এসআই মুখলেছুর রহমান ও এএসআই হরিপদ চন্দ্র পাল যৌথভাবে সিভিল বেশে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন । 

 

দীর্ঘদিন যাবত গ্রেফতারকৃতরা শাল্লা থেকে এসে বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টিএম মাহমুদুল হাসান বলেন- গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে  আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান নেত্রকোণা পুলিশ সুপারের নির্দেশে তারা জিরো টলারেন্স নীতিতে মাদক নিয়ে কাজ করে যাচ্ছেন। যেখানেই মাদকের সন্ধান পাওয়া যাবে সেখানেই অভিযান পরিচালনা চলবে।

নয়ন বর্মন, নেত্রকোনা প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম