ওয়াট সামান রতনরাম মন্দির অবস্থিত থাইল্যান্ডে। ওয়াট সামান রতনরাম হচ্ছে গনেশের একটি শয়ন গোলাপী প্রতিমা। বিশ্বের সকল সুন্দর গনেশ প্রতিমাগুলোর মধ্যে এটি অন্যতম। এই গনেশ প্রস্থে ১৬ মিটার লম্বা এবং দৈর্ঘ্য ২২ মিটার লম্বা। 

নদীর পাড়ের এই বিশালাকার মূর্তিটি দর্শকদের মুগ্ধ করে দেয়। এর গোলাপী রং, আকর আকৃতি নীল আকাশের সাথে মিশে যেন এক অলৌকিক দৃশ্য তৈরি করে। এই গনেশের এক হাতে  ভাঙা পুঁতি,  অন্য হাতে পদ্ম ফুল, তার পায়ে স্থির থাকে এবং চতুর্থটি তার বাহুতে রাখা থাকে। বালিশের উপর হাত দিয়ে গনেশ শুঁয়ে থাকেন। গনেশ যে বেদিতে শুঁয়ে আছেন তার নিছে রয়েছে অনেক দেব-দেবীর কারুকাজ। এছাড়াও এর চারপাশে অনেক কারুকাজ করা রয়েছে। এর শোভা দর্শকদের এতই মন ছুঁয়েছে যে কেউ ঘুরতে এলে ওয়াট সামান রতনরাম গনেশ দর্শন না করে যান না।

ওয়াট সামান রতানারাম ব্যাংকক থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে, চাচোইনসাগো প্রদেশের ট্যাম্বন ব্যাং কেওয়েতে অবস্থিত। এই মন্দিরটি ৯ টা থেকে ৫ টা অব্দি খোলঅ থাকে।