পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পক্ষিদিয়া এলাকা থেকে বনরক্ষীরা হরিণধরা ৪৫০টি ফাঁদ ও একটি ট্রলারসহ ৭ হরিণ শিকারীকে আটক করেছে।

শনিবার (১৫ আগস্ট) ভোর পাঁচটায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

শনিবার ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আঃ হাইর নেতৃত্বে বনরক্ষীরা বনের পক্ষীদিয়া এলাকায় অভিযান চালিয়ে ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্ততির সময় ৭ জন শিকারীকে আটক করতে সক্ষম হয়। 

আটকের সময় বনের মধ্যে থেকে শিকারীদের পাতা নাইলনের তৈরী হরিণ ধরা ৪৫০টি ফাঁদসহ একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। আটক শিকারীরা হচ্ছে, ইব্রাহিম (৩৫), শুক্কুর (১৯), ইলিয়াস (৩০) ইউনুস (১৮), জাকির কাজী (৩৫), মোস্তফা (৩০) ও রাজু (২৫)। এদের বাড়ী বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে বলে বন বিভাগ জানায়।

বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে।