করোনার সময় মানুষ স্তম্ভিত হলেও প্রকৃতি যেন ফিরে পেয়েছে তার আসল রুপ। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাঝবিল ও সিংয়িমাড়ি দোলা এবং উপজেলার বজড়া ও গুনাইগাছের বিভিন্ন জায়গায় পদ্ম ফুলের বিচরন তার উদাহরন। এলাকার বয়ষ্ক লোকদের কাছে শোনা দীর্ঘ দিন পর পদ্মফুলের এত বিচরন। সময়টা অনেক বিষাদে যাচ্ছে। কোভিড-১৯ ভাইরাস তার উপর ৩ বার বন্যার হানা সব মিলিয়ে বিপর্যস্ত মানুষ। তারপরও এই পদ্মফুলের প্রকাশে এলাকার মানুষের মনে একটু হলেও আনন্দ ফিরেছে। শিশুরা মনের আনন্দে ফুল তোলে।
ছবি : পলাশ সেন, নিজস্ব প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম