ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম আসরের শিরোপা জিতে নিল ত্রিনবাগো নাইট রাইডার্স। ফাইনালে তারা সেন্ট লুসিয়াকে ৮ উইকেটে পরাজিত করে। ফাইনালে জয় সহ টানা ১২ টি ম্যাচ অপরাজিত ছিল ত্রিনবাগো নাইট রাইডার্স।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে সেন্ট লুসিয়া জুকসকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নাইট রাইডার্স। ব্যাটিংয়ে নেমে সেন্ট লুসিয়ার ১৯.১ ওভারে ১৫৪ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে মার্ক ডেয়াল ২৯, আন্দ্রে ফ্লেচার ৩৯, নজিবুল্লাহ ২৪ ও রস্টন চেজ ২২ রান করে। নাইট রাইডার্স এর পক্ষে পোলার্ড ৪টি, আলি খান ও ফাওয়াদ আলম ২টি করে উইকেট লাভ করে।
১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স এর ওপেনার সিমন্স ও ব্রাভোর ব্যবহার করে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সিমন্স ৫৮ রানে ও ব্রাভো ৫৮ রানে অপরাজিত থাকেন।