দীর্ঘ ২০ বছর লড়াইয়ের পর হিন্দু মন্দির পেল আয়ারল্যান্ডের হিন্দুরা। গত ২২ আগস্ট আয়ারল্যান্ডের অন্যতম বড় শহর ডাবলিনে প্রতিষ্ঠিত হয় এই মন্দিরটি।
‘দ্য রিপাবলিক অফ আয়ারল্যান্ড’এ এখন প্রায় ২৫ হাজার হিন্দু বসবাস করে। এই কয়েক হাজার হিন্দুদের মিলিত হওয়ার জন্য এবং প্রার্থণা করার জন্য কোনো জায়গা ছিল না। যেকোনো অনুষ্ঠানে ভাড়া নিতে হত কমিউনিটি হল। এবার মন্দিরটি হওয়ায় তাঁদের একত্রিত হবার এবং প্রার্থণা করার একটি জায়গা তৈরি হয়েছে। মন্দিরটি হওয়ায় অনেক খুশি আয়ারল্যান্ডের হিন্দুরা।
আয়ারল্যান্ডের বৈদিক হিন্দু সংস্কৃতি কেন্দ্রের পরিচালক সুধাংশ ভর্মা ও আরও কিছু মানুষের সাধনার ফল এই মন্দিরটি। মন্দির প্রতিষ্ঠায় বাড়ি ফেরার মত শান্তি লাগছে বলেও মন্তব্য করেন রোহিত শ্রীবাস্তব নামের আর এক ব্যক্তি। এই মন্দির প্রতিষ্ঠায় খুবই গর্বিত আয়ারল্যান্ডের হিন্দুরা।