আজ শুভ মহালয়া।
হিন্দুধর্মালম্বীদের অন্যতম খুশির আনন্দ ছুয়ে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের প্রতিটি ঘরে ঘরে। বাঙালির সেরা উৎসব শুরু হয় এই মহালয়া থেকেই।
পিতৃপক্ষেরর অবসানে আজ শুরু হলো দেবীপক্ষ। পূজোর পূর্বেই সূচনা হয় দেবীপক্ষ।
শুভ মহালয়ার পূন্যতিথিতে দেশের হিন্দুধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালী জেলার হিন্দুদের অভিভাবক ও সুখ-দুঃখের সাথি পটুয়াখালী জেলা হিন্দু ছাত্র মহাজোটেরর নেতৃবৃন্দ।
এই আনন্দমুখর দিনে শুভেচ্ছা বার্তায় পটুয়াখালী জেলা হিন্দু ছাত্র মমহাজোটের আহবায়ক সচিব চিরনজিৎ কুন্ড অভিক বলেন, এই বছরের মহালয়ায় মা দূর্গার কাছে একটাই প্রার্থনা করি করোনার হাত থেকে তুমি সকলকে রক্ষা করো।
তিনি আরো বলেন, সকলের জীবনে আসুক অনাবিল সুখ,শান্তি এই কামনাই করি ।