আজ এমন একজন মহীয়সী নারীর জন্মদিন যিনি তার জীবনকাল শুধু জনহিতৈষী কাজে নিজেকে নিয়োজিত করেছেন ।
১৭৯৩সালে যার জন্ম হয় অধুনা উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরের এক দরিদ্র কৃষক পরিবারে, কিন্তু কালচক্রে তিনি খুব অল্প বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কলকাতার জানবাজারের বিখ্যাত জমিদার রাম চন্দ্র দাস এর সঙ্গে।
রানী রাসমণি ও রাজচন্দ্র দুজনেই ভীষন দুয়ালু প্রকৃতির মানুষ ছিলেন। গরিব, দুঃখী, ভিক্ষুক কিংবা ক্ষুধার্ত মানুষ প্রত্যেকেরই রানী রাসমণি ও রাজচন্দ্র সেবা করে যেতেন মন প্রাণ উজার করে । কেউই অবহেলিত হতনা তাদের দয়া ও ভালোবাসা থেকে ।
আজ সেই নারীর জন্মদিন যিনি দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাত্রী এবং রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম পৃষ্ঠপোষক।
তাঁর কর্মকান্ডের ব্যাপ্তি বিশাল, তার মধ্যে অন্যতম হলো তীর্থ যাত্রীদের সুবিধার্থে সুবর্ণরেখা নদী থেকে পুরি পর্যন্ত নির্মাণ করেছিলেন সড়ক, কলকাতার মানুষের সুবিধার্থে যাতে করে তারা গঙ্গাস্নান করতে পারেন তার জন্য তৈরি করেন বাবুঘাট, আহিরীটোলা ও নিমতলা ঘাট।
যার আর্থিক সাহায্যে প্রতিষ্ঠিত হয়েছিল - ইম্পেরিয়াল লাইব্রেরি (ভারতের জাতীয় গ্রন্থাগার) ও প্রথম হিন্দু কলেজ (অধুনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়)।