আজ ০৯ অক্টোবর রাত ৮টায় রিলিজ হয়েছে গানের শিরোনাম : মা তুমি মা কণ্ঠ : সাম্যব্রত দৃপ্ত ও প্রতাপ দত্ত কথা : মিন্টু ভদ্র কম্পোজ : সাম্যব্রত দৃপ্ত মিক্সিং ও মাস্টারিং : বিজন রায় স্টুডিও : ওএআর প্রযোজনা : টিম চ্যাপ্টার টু টিম চ্যাপ্টার টু প্রধান : রাজু দে পঞ্চম বারের আয়োজন এই গানটি।
২০১৬ সাল : মা ভবানী দুর্গা ঠাকুর; ২০১৭ সাল : পুজো পুজো ফিলিংস; ২০১৮ সাল : বাজা রে ঢাক বাজা; ২০১৯ সাল : আর তোমারে ডাকব না এ বছর ২০২০ সাল : মা তুমি মা
গানের কথা : পাড়ায় পাড়ায় ঢাকের বোলে জাগ সব জয় মা বলে আবারও পুজো এসেছে দুঃখ জরা ভুলে গিয়ে আগমনীর মহাসুরে তোরা সব জয়ধ্বনি দে মা তুমি মা, জয় জয় দুর্গা মা মা তুমি মা, জয় জয় দুর্গা মা দুর্গা মা, আমার মা...
তোমায় পেলে সব কিছু পাওয়া হয়ে যায় তুমি মাগো এই পৃথিবীর পরম আশ্রয়।।
শক্তি দিও বইতে পারার দিও মা অভয় মানুষ হয়ে মানবতায় মতি থাক অক্ষয়।।
এবারের পূজা উপলক্ষ্যে "সংক্ষিপ্ত সনাতন হিন্দুধর্ম শিক্ষা" নামে একটি বই প্রকাশ করছে 'টিম চ্যাপ্টার টু'। বইয়ের নাম : সংক্ষিপ্ত সনাতন হিন্দুধর্ম শিক্ষা লেখক : মিন্টু ভদ্র। প্রকাশক : রাজু দে। অনুষ্ঠানে গীতা পাঠ করার নিয়ম, সমবেত প্রার্থনার নমুনা, নিত্যপ্রয়োজনীয় মন্ত্র, সংস্কৃত উচ্চারণের নিয়মাবলীসহ সনাতন হিন্দুধর্মের বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বইটি পড়ে একজন পাঠক খুব অল্পসময়ে সনাতন হিন্দুধর্ম বিষয়ে মৌলিক ধারণা পাবে। এবারের দুর্গাপূজায় বইটি পূজার মণ্ডপে মণ্ডপে বিনামূল্যে বিতরণ করা হবে।