শারদাঞ্জলি ফোরাম যশোর জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান হয়েছে। নবগঠিত কমিটিতে প্রদীপ মোহন্ত সভাপতি ও অসীম আইচ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর কালেক্টরেট স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, আরআরএফের নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি জয়ন্ত বিশ্বাস, শারদাঞ্জলি ফোরামের সহসভাপতি আশীষ কুমার দাস, সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল, ব্যবসায়ী শ্যামল দাস। স্বাগত বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সদস্য দীপংকর দাস রতন। সভাপতিত্ব করেন দীপংকর দাস রতন। শুভেচ্ছা বক্তব্য দেন নবগঠিত কমিটির সভাপতি প্রদীপ মোহন্ত। সঞ্চালনা করেন তপন কুমার ঘোষ।

আলোচনা শেষে নবগঠিত কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়। এরপর শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিশ্বজিৎ মজুমদার, যশোর প্রতিনিধি | বাংলাদেশদর্পণ