বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে মঞ্চস্থ হয়ে গেলো নাটক ‘এখনো কৃতদাস’ ও ‘যশোর রোড’।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে স্থানীয় শেখ মনি অডিটরিয়ামে গোপালগঞ্জ থিয়েটার ও নড়াইল ড্রামা সার্কেল-এই মঞ্চ নাটকের আয়োজন করে।
৭১-এর যশোর রোডে পাক হানাদার বাহিনী নিরস্ত্র মানুয়ের উপর যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল সেই কাহিনী অবলম্বনে আব্দুস সবুরের রচনা নাটক ‘যশোর রোড’।
জীবন-জীবিকার প্রয়োজনে অনেক সম্ভাবনা হারিয়ে যায় গভীর অন্ধকারে। মুখোশধারী তথাকথিত মানুষেরা মেতে ওঠে নগ্নতায়। তবুও থেমে থাকেনা জীবন। নতুন স্বপ্নে, নতুন আশায় চলতে থাকে জীবন। এসব আশা-ভরসা নিয়ে নাটক ‘এখনো কৃতদাস’ মঞ্চস্থ করে নড়াইলের ড্রামা সার্কেল। আব্দুল্লাহ আল মামুনের লেখা এ নাটক দুটিতে নির্দেশনায় ছিলেন শেখ আব্দুস সবুর।
গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এহিয়া খালেদ সাদি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এ নাটকটি উপভোগ করেন।