যশোর টাউন হল মাঠ সংলগ্ন জেলা পরিষদ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। এতে কমপক্ষে ২০টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকান্ডটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

এরপর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত ১২টা থেকে একযোগে কাজ করে পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের কারণ তদন্ত ছাড়া বলা যাবে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা। দোকান মালিক সুত্রে জানা গেছে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০-৫০ লক্ষ টাকা।

স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক বাড়ি ফেরার পথে টাউন হল ময়দানের দিক থেকে ধোঁয়ার কুন্ডলি দেখতে পান। সাথে সাথে তারা ঘটনাস্থলে ছুটে যেয়ে দেখেন টাউন হল ময়দানের দক্ষিণ পাশে যশোর জেলা পরিষদের সাথে লাগোয়া পুরাতন কাপড়ের মার্কেটে অগ্নিকান্ড ঘটেছে। তাৎক্ষণিক তিনি সাহায্যের জন্য ৯৯৯ ফোন করেন। ফোন পেয়ে যশোর ফায়ার সার্ভিসসহ সংস্থার স্থানীয় চারটি ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা একসাথে কাজ করে পৌনে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 

যশোর প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম