নেত্রকোনা: প্রথমআলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটক ও মামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনে সড়কে জেলা সাংবাদিক সমাজের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আব্দুল্লাহ, সাংবাদিক সঞ্জয় সরকার, সাংবাদিক পল্লব চক্রবর্তী, সাংবাদিক ভজন দাস, সাংবাদিক দেলোয়ার হোসেন,সাংবাদিক কামাল হোসাইন  সাংবাদিক আনিসুর রহমান, সাংবাদিক হানিফউল্লাহ আকাশ, সাংবাদিক সৌমিন খেলন,সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ইমরানসহ আরো অনেকে।

এসময় সাংবাদিক রোজিনাকে অন্যায়ভাবে আটকে রেখে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়া তাকে নি:শর্ত মুক্তি দিয়ে দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী করেন বক্তারা। মানববন্ধনে জেলায় কর্মরত সকল অনলাইন  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

 

নয়ন বর্মন | নেত্রকোনা প্রতিনিধি