যশোর জেলায় অব্যাহত করোনা সংক্রমন বৃদ্ধির কারনে পৌর এলাকায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের একটি গণবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

সাম্প্রতি যশোর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ও করোনার ভারতীয় ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। 

কঠোর বিধিনিষেধ চলাকালীন পৌর এলাকায় ঔষধের দোকান ব্যতিত সকল প্রকার দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। বন্ধ থাকবে জরুরি সেবা প্রদানকারী যানবাহন, রোগী বহনকারী এ্যাম্বুলেন্স ও জরুরি পন্য পরিবহনকারী যানবাহন সমূহ। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পন্য দোকান খোলা থাকবে।

জরুরি প্রয়োজন ছাড়া পৌর এলাকার জনসাধারনকে বাইরে বের না হতে পরামর্শ প্রদান করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

যশোর প্রতিনিধি | বাংলাদেশদর্পন.কম