সেন্ট লুসিয়া টেস্টে অসহায় আত্মসমর্পণে ইনিংস ব্যবধানে পরাজয় বরণ করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস ও ৬৩ রানের জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।
মাত্র আড়াই দিনে জিতে নেওয়া ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুইন্টন ডি কক, যিনি দ্বিতীয় একমাত্র ইনিংসে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৯৭ রানে অলআউট করে ৩২২ রানের পাহাড় দাঁড় করে প্রোটিয়ারা।
দলের পক্ষে সর্বোচ্চ ১৪১ রান করেন ডি কক। ১৭০ বলের মোকাবেলায় ১২টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ৬০ রান করেন অ্যাইডেন মারক্রাম।
৪ উইকেটে ৮২ রান নিয়ে শেষদিন খেলতে নেমে ম্যাচ বাঁচানো খুব কঠিন ছিল ক্যারিবীয়দের জন্য। কাগিসো রাবাদার বোলিং তোপে তা আরও কঠিন হয়ে ওঠে। শেষপর্যন্ত প্রথম সেশনেই থমকে যায় ক্রেইগ ব্রাথওয়েটদের ইনিংস। ৬৪ ওভার ব্যাট করে ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস থামে ১৬২ রানে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে রাবাদা পাঁচটি উইকেট শিকার করেন। এছাড়া অ্যানরিখ নরকিয়া শিকার করেন তিনটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
টস : ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৯৭/১০ (হোল্ডার ২০, হোপ ১৫; লুঙ্গি ১৯/৫, নরকিয়া ৩৫/৪)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৩২২/১০ (ডি কক ১৪১*, মারক্রাম ৬০; হোল্ডার ৭৫/৪, সিলস ৭৫/৩)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস : ১৬২/১০ (চেজ ৬২, পাওয়েল ১৪; রাবাদা ৩৪/৫, নিওরকিয়া ৪৬/৩)
ফল : দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৬৩ রানে জয়ী।