আন্তর্জাতিক ডেস্ক: পুরুষ অভিভাবক ছাড়াই এখন থেকে সৌদি নারীরা হজের জন্য নিবন্ধন করতে পারবেন। সোমবার (১৪ জুন) দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছেন। 

মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, হজের নিবন্ধনের জন্য নারীদের এখন থেকে পুরুষ অভিভাবকের প্রয়োজন নেই। তারা অন্য নারীদের সঙ্গে হজের নিবন্ধন করতে পারবেন। 

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে সৌদি সমাজে সংস্কার আনার জন্য নারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। 

এর আগে ১৩ জুন সৌদি নারীদের পুরুষ নিকটাত্মীয় কিংবা অভিভাবক ছাড়াই একাকী বসবাসের অনুমতি দেয়া হয়। 

এছাড়া সৌদি নারীদের ওপর থেকে পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়াসহ নারীদের মাঠে গিয়ে খেলা দেখা, রেস্তোরাঁয় গিয়ে পুরুষ সঙ্গীর সঙ্গে খাওয়া ও গাড়ি চালানোর অনুমতিও দেয়া হয়েছে।