গত ১৩ মে ২০২১ইং বৃহস্পতিবার চট্টগ্রামের রাউজান পৌরসভাস্থ ৯ নং ওয়ার্ডে রাউজান রামকৃষ্ণ আশ্রমে সারদা সংগীত নিকেতনের শুভ উদ্বোধন হয়।
এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেয়াবাদ রামকৃষ্ণ মিশনের পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্নব্রতানন্দজী মহারাজ। এতে স্বাগত বক্তব্য রাখেন রাউজান রামকৃষ্ণ আশ্রম পরিচালনা পরিষদের সম্পাদক মানু কর্মকার মান্না। বক্তব্য রাখেন সদস্য প্রণব চৌধুরী মিটু, গানের প্রশিক্ষক প্রদীপ দাশ, তবলার প্রশিক্ষক পার্থ প্রতিম দাশ।
এতে আরো উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সহ-সম্পাদক রোবেল শীল, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দে, সদস্য দীপক দাশ ও মানস সরকার।