যশোরে ঔষধের দোকানগুলোতে প্যারাসিটামল গ্রুপের ঔষধের সংকট দেখা দিয়েছে। যশোরে করোনা সংক্রমণ ও ঋতু পরিবর্তনজনিত জ্বর-সর্দি বৃদ্ধি পাওয়ার পর থেকে এই ঔষধের সংকট দেখা দিয়েছে।


শহরের দড়াটানা, কাঠেরপুল, চৌরাস্তা, চিত্রামোড়সহ গুরুত্বপূর্ণ ঔষধের দোকানে প্যারাসিটামল জাতীয় ঔষধ খোঁজ করলে তা নেই বলে জানাচ্ছেন বিক্রেতারা। বাচ্চার জ্বরের জন্য একজন বেক্সিমকো কোম্পানি নাপা সিরাপটি খুঁজছেন বিভিন্ন দোকানে। কিন্তু তিনি নাপা কিংবা ঐ জাতীয় কোন সিরাপই পাননি কোন দোকানে।


হঠাৎ করে বাজারে প্যারাসিটামল জাতীয় ঔষধের সংকটের কারন হিসাবে এক বিক্রেতা বাংলাদেশ দর্পণ প্রতিনিধিকে জানান, যশোরে জ্বর-সর্দির প্রকোপ বৃদ্ধি পাওয়াতে বেশিরভাগ মানুষই এ জাতীয় ঔষধ বাসায় অতিরিক্ত কিনে রাখছেন। হঠাৎ করে স্বাভাবিকের তুলনায় চাহিদা অতিরিক্ত হওয়ায় এমন সংকট তৈরী হয়েছে বলে তার ধারনা।

একটি ঔষধ বিক্রয় প্রতিনিধির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের কাছে ঔষধের পর্যাপ্ত সরবরাহ আছে। যদি ভোক্তা পর্যায়ে আরও চাহিদা থাকে তবে আরও বেশি পরিমান ঔষধ সরবরাহ করা যাবে।

 

বিশ্বজিৎ মজুমদার | বাংলাদেশদর্পণ.কম