হবিগঞ্জ: একদিকে করোনার লকডাউন অন্যদিকে বৃষ্টি তবুও কেউই বাধা দিতে পারেনি হবিগঞ্জের জনজীবন। উভয়কেই তোয়াক্কা না করে আজ শহরের প্রধান সড়কগুলোতে দেখা যায় অনেকেই।
গতকাল হবিগঞ্জে চলমান বিধিনিষেধ অমান্য করায় ৬৮ ব্যক্তিকে ৬১,৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ১২টি মোবাইল কোর্ট এবং আজ চলমান বিধিনিষেধ অমান্য করায় ১২০ ব্যক্তিকে ৯০,৮৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ১৯টি মোবাইল কোর্ট।
উল্লেখ্য, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন জানিয়েছেন আজ হবিগঞ্জের ৬৫ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন ২৫ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ সদরে ১৭, নবীগঞ্জ ৫, লাখাই ১, চুনারুঘাট ১, আজমিরীগঞ্জে ১। হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত মোট শনাক্ত ২৭৮১, সুস্থ ২১১০, মৃত্যু ১৯ জন। এ নিয়ে জেলায় শনাক্তের হার ৩৮.৪৬%।
তবে জেলা প্রসাশন থেকে সতর্ক করার পরেও মানুষের মুখে নেই মাস্ক, হাতে নেই স্যানিটাইজার। সচেতনতাকে পিছনে ফেলে শত শত মানুষ রাস্তায় ভীড় জমাচ্ছে এক নজর কঠোর লকডাউন দেখতে। এরূপ অবস্থার অবনতি ঘটাতে আইন শৃঙ্খলা বাহিনীরা সর্বদা মাঠে থাকবে এমনটাই আশা করছেন সচেতন নাগরিক সমাজ।
জয় দেবনাথ, জেলা প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ