হবিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মর্তুজ আলীর সভাপতিত্বে ইউনিটি ক্লাব অব হবিগঞ্জের সভাপতি শাহ জয়নাল আবেদীন রাসেলের সঞ্চালনায় এআইজি হিসাবে পদোন্নতি প্রাপ্ত বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম’র সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১১ জুলাই) আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, ব্যাংকার্স এসোসিয়েশনের উপদেষ্টা টিএসএন সেলিম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, অগ্রণী ব্যাংক হবিগঞ্জের ম্যানেজার মখলিছুর রহমান, রোটারিয়ান এএসএম মহসিন চৌধুরী, প্রভাষক ফখরুদ্দিন খান পারভেজ, শব্দকথা’র প্রধান সম্পাদক সাইফুর রহমান কায়েস, কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন, শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ, সুমন আহমেদ রাজু আলী, জেনারেল এম এ রব গবেষণা পরিষদের সভাপতি জিতু মিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, মোঃ নওশের আলী, সায়েম আক্তারী, কবি সুভাষ আচার্য্য , রায়হান উজ্জ্বল, কবি তানভীর সিদ্দিকী তোয়াহ , ইব্রাহিম খলিল, সাইদুর রহমান শাহীন , নুরুজ্জামান জাকি প্রমুখ।
ছবি:- পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা কে শব্দকথা প্রকাশন এর বই উপহার দেন প্রধান সম্পাদক সাইফুর রহমান কায়েস ও প্রকাশক মনসুর আহমেদ।
সংবর্ধিত অতিথি হিসাবে বিদায়ী পুলিশ সুপার বলেন, “আমি ৫০০ টি মাদ্রাসা, স্কুল ও কলেজে মাদক, দাঙ্গা, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতামূলক রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি। কোরান হাদিস শরীফের আলোকে দাঙ্গা ও জঙ্গিবাদের কুফল নিয়ে ১৭৬ জন ঈমাম সাবকে সম্পৃক্ত করে প্রচারণা চালিয়েছি। মহান মুক্তিযুদ্ধে জেলার ২৯ জন পুলিশ উজ্জ্বল ভূমিকা পালন করায় তাদের সম্মানে ‘হবিগঞ্জ জেলার পুলিশ মুক্তিযোদ্ধাদের বীরগাথা’ গ্রন্থটি প্রকাশ করি। বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সাতটি সচেতনতামূলক নাটিকা নির্মাণ ও প্রচার করি। জেলার ৭৮টি ইউনিয়নের সন্তানদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য মা সমাবেশের আয়োজন করি।”
অনুষ্ঠান শেষে শব্দকথা’র প্রধান সম্পাদক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গিত “অমৃতমঙ্গল কাব্য” উপহার দেন। শব্দকথা প্রকাশন থেকে প্রকাশিত বিভিন্ন বই উপহার দেন প্রকাশক মনসুর আহমেদ। হবিগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা স্মারক প্রদান করেন। সংগীত পরিবেশন করেন পিন্টু দেব।
জয় দেবনাথ
হবিগঞ্জ প্রতিনিধি