পিরোজপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে লাল সবুজের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। লাল সবুজ উন্নয়ন সংঘ পিরোজপুর জেলা শাখা'র প্রধান উপদেষ্টা কাজী রুহিয়া হাসির ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়।
দেশদশ আর্থ-সামাজিক সংগঠন ও লাল সবুজ উন্নয়ন সংঘ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ১২ জুলাই সোমবার করােনা মহমারীতে ক্ষতিগ্রস্ত শতাধিক নিম্ন মধ্যবিত্তদের মাঝে এই উপহার বিতরণ করা হয়েছে।
এই আয়োজনে দেশদশ আর্থসামাজিক সংগঠনের সদস্য সচিব ও লাল সবুজ উন্নয়ন সংঘ পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা কাজী রুহিয়া বেগম (হাসি) প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শিরিন আফরোজ, যুবলীগ নেতা জিয়াউল আহসান, জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি ও দেশদশের সদস্য অপর্ণা হালদার, লাল সবুজ উন্নয়ন সংঘ পিরোজপুর জেলা শাখার সভাপতি ওয়ালিদ শেখ সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ শাওন প্রমুখ।
উল্লেখ্য, ছাত্রছাত্রীদের টিফিনের টাকায় পরিচালিত সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণ, মাক্স ও স্যানিটাইজার বিতরণসহ সারা বাংলাদেশে বৃক্ষরোপন কার্যক্রম পরিচালনা করে থাকে।
প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ