পাইকগাছায় বৃহস্পতিবার রাত-১০ টায় “শ্রী মা সারদা আশ্রম” এর যুব সংগঠন- ‘বিবেকানন্দ সংঘ’ গঠনের লক্ষ্যে প্রথম ভার্চুয়াল সভা সফলভাবে সম্পন্ন হয়েছে৷
“শ্রী মা সারদা আশ্রম, আমিরপুর,পাইকগাছা, এর আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘শ্রীমা সারদা আশ্রম’ এর পূজনীয় অধ্যক্ষ ব্রহ্মচারিণী শ্রাবন্তী মা।
এছাড়া উপস্থিত ছিলেন ‘শ্রীমা সারদা আশ্রম’ এর দেশ- বিদেশের শুভাকাঙ্ক্ষীবৃন্দ,যুবকবৃন্দ এবং শ্রীমা সারদা আশ্রম এর নিবেদিতা সংঘের সদস্যরা।
উক্ত সভায় “শ্রীমা সারদা আশ্রম”এর যুব সংগঠন -বিবেকানন্দ সংঘ গঠনের লক্ষ্যে প্রস্তাবনা উত্থাপন করেন শ্রী সমীরণ কুমার বসু এবং সভাটি সঞ্চালনা করেন শ্রী মনোজ কুমার হালদার।প্রস্তাবনা উপর প্রায় ২৫ জন তাদের মূল্যবান মতামত প্রদান করেন এবং “শ্রীমা সারদা আশ্রম” এর যুব সংগঠন “বিবেকানন্দ সংঘ” গঠনের বিষয়ে সবাই একমত পোষণ করেন।।
উক্ত আশ্রমের পরম ভক্ত ও কর্মী সাক্ষর স্বাশ্বত ও সাগর মন্ডল এ বিষয়ে আমাকে অবহিত করেন এবং সর্বস্তরের মানুষের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।
প্রতিবেদক, টিকেন্দ্র নাথ মন্ডল