নেত্রকোণা: "সোনালী আঁশের সোনার দেশ,পাট পণ্যের বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে
সামনে রেখে দেশের  স্বর্ণালী পাটের অতীত  ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ
করে যাচ্ছে বাংলাদেশ পাট অধিদফতর।

দেশের বাইরে থেকে পাটবীজ আমদানি না করার প্রচেষ্টায় দেশেই পাটবীজ উৎপাদনের কর্মসূচি ও লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। 

এরই ধারাবাহিকতায় নেত্রকোণায় পাটচাষে আগ্রহী কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি সরঞ্জাম
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(৫ আগস্ট)দুপুরে নেত্রকোণা সদর উপজেলা পরিষদ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন,পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল আলম চৌধুরী, উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সুজিত গোস্বামী প্রমুখ। 

এ সময় নেত্রকোণা সদর উপজেলায় তালিকাভুক্ত পাটচাষীদের মধ্য থেকে ১৫০ জনকে নির্বাচিত করা হয়। পর্যায়ক্রমে তাদের মধ্যে ২০টি স্প্রে মেশিন, ৩০কেজি ভিত্তি পাটবীজ, ১৮৩০কেজি রাসায়নিক সার ও ১৫০টি কীটনাশক বোতল বিতরণ করা হবে।

 


নয়ন বর্মন |নেত্রকোণা প্রতিনিধি