নেত্রকোনা:গ্রামের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে প্রায় তিনশত বইয়ের সংগ্রহ নিয়ে প্রতিষ্ঠিত একটি ছোট্ট সাধারণ পাঠাগার।সব সময় সেখানে পড়ুয়ারা বই পড়ায় মগ্ন।সংগ্রহে থাকা সব বই ইতিমধ্যে পাঠাগারের অধিকাংশ শিক্ষার্থীরই পড়া শেষ।নতুন বই পড়ার বায়না তাদের।
দিন কয়েক আগে বন্ধুদের থেকে ঠিক এমনটাই শুনেছিলেন নেত্রকোনা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান রনি।ছেলেমেয়েদের পড়ার প্রতি এতোটা আগ্রহ রয়েছে শুনে তৎক্ষণাৎ বিভিন্ন লেখকের অর্ধশতাধিক বই পাঠাগারটিতে উপহার হিসেবে পাঠানোর ব্যবস্থা করেন তিনি।পরবর্তীতে আরোও সহযোগীতার আশ্বাস দেন তাদের।
সহযোগীতার ধারাবাহিক অংশ হিসেবে এবার একটি বুকসেলফ উপহার দিলেন পাঠাগারটিকে।সোমবার(৩০ আগস্ট) সন্ধ্যায়"আলোর পথে সাধারণ পাঠাগারে"র সাধারণ সম্পাদক জয়দুল ইসলামের হাতে এই উপহার তুলে দেয়া হয়।এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন "সাদা মানুষের ফাউন্ডেশনে"র সদস্য সুজিত গোস্বামী ও আমিনুল ইসলাম মামুন প্রমুখ।এ সময় পাঠাগারের পক্ষ থেকে দেওয়ান রনি'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
প্রতিবেদক, বাংলাদেশদর্পণ.কম