বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার বনে গেছেন অনেক আগে। তবুও যেন থামতে চাইছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। এবার আরও একটি ইতিহাস গড়লেন পর্তুগালের এই অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটাকে সম্পূর্ণ নিজের করে নিলেন এই মহাতারকা।
বুধবার (১ সেপ্টেম্বর) রাতে বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামে পর্তুগাল। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। ম্যাচে দু'টি গোলই এসেছে রোনালদোর হেড থেকে। এর মধ্য দিয়ে ইরানের আলী দাইয়িকে পেছনে ফেলে এককভাবে সর্বোচ্চ ১১১ গোলের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি।
গত জুনে বুদাপেস্টে ইউরোতে গ্রুপ পর্বের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে আলী দাইয়িকে ছুঁয়েছিলেন ক্রিস্টিয়ানো। এরপর বুধবার রাতে ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামলেন। আর তাতেই রচনা করলেন নতুন ইতিহাস। এখন তিনি কোথায় গিয়ে থামেন সেটাই দেখার পালা।
২০০৪ সালের ইউরোতে পর্তুগালের হয়ে গ্রিসের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক গোল পান রোনালদো। সেটি জাতীয় দলে তার ৮ম ম্যাচ এবং বয়স ছিল ১৯। আর সর্বশেষ গোলটি করলেন ক্যারিয়ারের ১৮০তম ম্যাচে ৩৬ বছর বয়সে।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সেরা পাঁচে থাকা অন্যরা হলেন- আলী দাইয়ি (ইরান- ১০৯ গোল), মোখতার দাহারি (মালয়েশিয়া- ৮৯ গোল), ফেরেঙ্ক পুসকাস (হাঙ্গেরি- ৮৪ গোল) এবং গডফ্রে চিতালু (জাম্বিয়া- ৭৯ গোল)।