নেত্রকোনা:জেলা শহরে চুরির উৎপাত বেড়ে যাওয়ায় ও সম্প্রতি বেশ কয়েকটি চুরির ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে  ৩ কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে। 


গ্রেফতার কৃতরা হল,সদর উপজেলার কুমড়ি গ্রামের আব্দুল সালামের ছেলে আরিফ (১৮),সাতপাই রেলক্রসিং এলাকার সোনাফর আলীর ছেলে মামুন খান তুহিন(২৫) ও পশ্চিম সাতপাই এলাকার মৃত কাছর আলীর ছেলে খোকন মিয়া(৫০)। এছাড়াও একটি মারামারির ঘটনায় চুচুয়া এলাকার হীরা মিয়ার ছেলে মোবারক হোসেন কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার এসব অভিযান চালানো হয়।


নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রতিবেদক,বাংলাদেশদর্পণ