গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অগাস্ট মাসের শেষভাগে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানান ন্যান্সি। সপ্তাহ দুয়েক আগে আংটি বদল করেছিলেন তারা।
ন্যান্সি বলেন, “শোকের মাসে আমি বিয়ে করতে চাইছিলাম না। আমার বাবা-মা নেই, অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তার বাসায় অনাড়ম্বরে বিয়ে করলাম আমরা। বিয়েতে দুই পরিবারের চারজনের মত অতিথি উপস্থিত ছিলেন।
“বিয়ের আগেই ঢাকায় নতুন বাসা নিয়েছি। ভাই বলছেন, বিয়ের করে একসঙ্গে নতুন বাসায় নতুন জীবন শুরু করলে ভালো হবে। আমরা শিগগিরই নতুন বাসায় উঠছি।”
শাশুড়ি ও ছোটভাই শারীরিক অসুস্থতার কারণে বিয়েতে উপস্থিত থাকতে পারেননি বলে জানান এ সংগীতশিল্পী।
এর আগে ধুমধাম করে বিয়ের পরিকল্পনার কথা বলেছিলেন ন্যান্সি। পরিস্থিতির কারণে ঘরোয়া আয়োজনে বিয়েটা সারলেও করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে আয়োজন করে বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনার রয়েছে বলে জানালেন ন্যান্সি।
মহসীন মেহেদীর সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল ন্যান্সির। মহসীন একটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসারের দায়িত্বে আছেন।
মহসীনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। এ যুগলের আরও দুটি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।
বিনোদন প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ