নেত্রকোনা:জেলার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভা চলাকালে সদরে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ অফিসের ফ্লোর ধ্বসে গেছে। এসময় নিচে গর্তে পড়ে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের আওয়ামী লীগ অফিসে এই ঘটনাটি ঘটেছে। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয় আহতরা।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহতরা হচ্ছেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পদক ও জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইসহাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও মেন্দিপুর ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী, নূরুল হুদা জুয়েল, গাজিপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান, খালিয়াজুরী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দ্র দেব রায়সহ কমপক্ষে ১০জন।
উপজেলা আওয়ামী লীগ অফিস সূত্রে জানা যায়, উপজেলা সদরে রবিবার দুপুরে দলীয় অফিসে আওয়ামী লীগের বর্ধিতসভা চলছিল। দুপুর ১ টার দিকে হঠাৎ অফিসের ফ্লোর ধ্বসে নীচ দিকে দেবে যায়। এতে করে সভায় উপস্থিত থাকা অনেক নেতাকর্মী নীচে পড়ে যান। এসময় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের প্রার্থীতা বাছাইয়ের জন্যে দলীয় অফিসে বেলা ১২টার দিকে দলের বর্ধিতসভা শুরু হয়। সভায় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতারা সভায় অংশ নেন। সভা চলাকালে বেলা ১টার দিকে দলীয় অফিসের মেঝের একটি নিচের দিকে দেবে যায়। ঘটনার আকষ্মিকতায় কিছু বুঝে উঠার আগেই একজন অপরজনের ওপর গিয়ে পড়েন। এ সময় তিনিসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিচের মাটি সরে যাওয়ায় এই ঘটনাটি ঘটেছে। তবে ফ্লোর ধ্বসে যাওয়ার কারন দেখার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে।’
নয়ন বর্মন
নেত্রকোনা প্রতিনিধি
বাংলাদেশদর্পণ.কম