ঢাকাঃগত বছরের দুর্গা পূজার সময় নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির, পূজামণ্ডপ ও দোকান পুনঃনির্মাণে সহায়তা করতে হিন্দু সম্প্রদায়কে ৪৪ কোটি ৭৫ লাখ টাকা দেবে সরকার।

বৃহস্পতিবার (১০ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হিন্দু সম্প্রদায়ের ৩১টি মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে শিগগিরই ৪৪ কোটি ৭৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হবে।

এদিকে, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম আশরাফ সিদ্দিক বিটু সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানকেও একই ধরনের সহায়তা দিচ্ছে।


প্রতিবেদক,বাংলাদেশ দর্পণ